thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

গাজা-ইসরায়েল সীমান্তে

হত্যার বদলে শিশু হত্যা

২০১৩ ডিসেম্বর ২৫ ০৩:২৮:০৪
হত্যার বদলে শিশু হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার বদলা নিতে তিন বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির।

খবরে বলা হয়, মধ্য গাজা উপত্যকার মাঘাজি শরণার্থী শিবিরে মঙ্গলবার সকালে ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। এ সময় নিহত শিশুর মা এবং তার দুই ভাই আহত হয়।

ওই হামলার কয়েক ঘণ্টা আগে গাজার সীমান্তবর্তী এলাকায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি ওই নাগরিক নিহত হন।

এছাড়া ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় হামাসের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের তথ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলায় গত ১৩ বছরে এক হাজার ৫১৮ শিশু নিহত হয়েছে। ইসরাইলিরা গড়ে প্রতি তিন দিনে একটি ফিলিস্তিনি শিশু হত্যা করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি গ্রামগুলোতে হামলা চালানোর জন্য ইসরাইলি সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ১০ কিলোমিটার দূরত্ব থেকে বিশেষ দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ফিলিস্তিনিদের ওপর নজর রাখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আদসি/এআইএম/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর