thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

নাচ শেখাবে স্মার্ট মোজা

২০১৩ ডিসেম্বর ২৫ ০৫:৫৫:৫০
নাচ শেখাবে স্মার্ট মোজা

দ্য রিপোর্ট ডেস্ক : সঙ্গীর সঙ্গে নাচতে গিয়ে যারা বিব্রত হন, তাদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে ভালো উপহার হবে এই মোজা। কল্পনা নয়, সত্যি সত্যিই স্মার্ট মোজা আপনাকে শেখাবে কীভাবে নাচতে হয়।

যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান দৌড়বিদদের উন্নত কৌশল শেখানোর লক্ষ্যে এ ধরনের মোজা তৈরি করেছে।

তবে এই প্রযুক্তি ব্যবহারকারীদের কীভাবে নাচতে হয় তাও শেখাবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। একই সঙ্গে এই মোজা পরলে গলফের মতো বিভিন্ন খেলার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যাবে। এমনকি এই মোজা নারীদের হাইহিল জুতা পরে কীভাবে হাঁটতে হয় তাও শেখাবে বলে নির্মাতারা জানান।

সাধারণ মোজার মতো দেখতে এই মোজা ধোয়াও যাবে। বিশেষ ধরনের তন্তু দিয়ে তৈরি এ মোজা পায়ের গতিবিধি পর্যবেক্ষণ করবে।

তন্তুর সঙ্গে থাকা সেন্সর প্রতিটি গতিবিধি রেকর্ড করে গোড়ালিতে থাকা ব্রেসলেটের মাধ্যমে স্মার্টফোনে ট্রান্সমিট করবে। এরপর একটি ‘ভার্চুয়াল কোচ’ অ্যাপস এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীকে বাতলে দেবে সঠিক উপায়।

তবে এই স্মার্ট মোজা পরার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। সূত্র: ডেইলি মেইল

(দ্য রিপোর্ট/কেএন/এআইএম/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর