thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

দশ বছর ধরেই মরকেলের ফোনে আড়ি পাতছে যুক্তরাষ্ট্র

২০১৩ অক্টোবর ২৭ ১১:২৫:০১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দশ বছর ধরেই মরকেলের ফোনে আড়ি পাতছে যুক্তরাষ্ট্র

দিরিপোর্ট২৪ ডেস্ক : দশ বছরেরও বেশি সময় ধরে জার্মানির চ্যান্সেলর এঙ্গেলা মরকেলের ফোনে আড়ি পাতছে যুক্তরাষ্ট্র। জার্মানির একটি ম্যাগাজিনের দাবি, ২০০২ থেকেই মরকেলের ফোনে যুক্তরাষ্ট্র আড়ি পাতছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আড়ি পাতার ঘটনা জানতেন না বলে জানিয়ে বলেছেন, আমি জানলে এটি (ফোন আড়ি পাতা) আগেই বন্ধ করতাম।

জার্মান ‘দ্যা স্পিগেল’ ম্যাগজিনটি বলছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) তালিকায় দেখা যায়, মিসেস মরকেল চ্যান্সেলর হওয়ার আগেই ২০০২ সাল থেকে তার ফোনে আড়ি পাতছে যুক্তরাষ্ট্র। ২০১৩ সালের জুনে ওবামার গত জুনে বার্লিন সফরের আগ পর্যন্ত চলছিল আড়ি পাতা।

এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আড়িপাতার ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার বিক্ষোভকারী স্নোডেনের সমর্থনে ব্যানারসহ ক্যাপিটল হিলের উদ্দেশে বিক্ষোভ প্রদর্শন করে।

মার্কিন প্রেসিডেন্ট ওবামা গত বুধবার জার্মান চ্যান্সেলরের কাছে এ বিষয়ে দু:খ প্রকাশ করেছেন। ওবামা বলেন, আড়ি পাতার ঘটনার কথা তিনি জানতেন না। জানলে আগেই তা বন্ধ করতেন।

এ বিষয়ে মরকেল পক্ষ থেকে কিংবা হোয়াইট হাউসের কেউ মন্তব্য করতে রাজি হননি।

(দিরিপোর্ট২৪/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর