thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক বরখাস্ত

২০১৩ ডিসেম্বর ২৫ ০৬:০৫:৫৪
যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষক বরখাস্ত

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রভাষক মো. শাওন উদ্দিনকে যৌন হয়রানির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৫০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আমজাদ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে শ্রেণীকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে।

যৌন নিপীড়নবিরোধী সেল নৈতিক স্খলনের অভিযোগে ২০১২ সালে প্রণীত বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী নীতিমালা অনুযায়ী ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে রাবি সিন্ডিকেট সভায় শিক্ষক শাওন উদ্দিনকে বরখাস্ত করা হয়।

(দ্য রিপোর্ট/এমএএ/এআইএম/শাহ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর