thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৬৩ বছর বয়সে যমজ সন্তানের মা

২০১৩ ডিসেম্বর ২৫ ০৬:১৫:০৬
৬৩ বছর বয়সে যমজ সন্তানের মা

দ্য রিপোর্ট ডেস্ক : ৬৩ বছর বয়সেও যমজ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন চীনের এক বৃদ্ধ মহিলা। ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) প্রক্রিয়ায় ওই বৃদ্ধা যমজ সন্তানের জন্ম দিয়েছেন বলে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে।

এক সন্তান নীতির দেশ চীনে এমন ঘটনা খুবই বিরল। বিশেষ করে এতো বেশি বয়সে সন্তান জন্মদান দেশটির জন্য একটি অবাক হওয়ার মতো বিষয়। বিশ্বব্যাপী আইভিএফ চিকিৎসার বিষয়ে অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং তা বেশি বয়সে অনেক কম কার্যকর হয়।

শেং হেইলিন নামের ওই বৃদ্ধা ২০০৯ সালে গ্যাস বিষক্রিয়ায় তার একমাত্র কন্যাকে হারানোর পর আইভিএফ পদ্ধতি ব্যবহার করে পুনরায় মা হওয়ার উদ্যোগ নেন।

স্থানীয় দৈনিকে দেওয়া স্বাক্ষাৎকারে হেইলিন জানান, বেঁচে থাকা ও একাকিত্ব থেকে মুক্তি পেতেই তিনি আবার মা হওয়ার সিদ্ধান্ত নেন।

চীনের হেফেই শহরের একটি সামরিক হাসপাতাল হেইলিন ও তার স্বামীকে আইভিএফ থেরাপি দিতে রাজি হয়।

ওই হাসপাতালেই হেইলিন ১.৮৫ কেজি ও ১.৪৫ কেজি ওজনের জিঞ্জি ও হুইহুই নামের দুটি যমজ সন্তানের জন্ম দেন।

(দ্য রিপোর্ট/এআইএম/লতিফ/ডিসেম্বর২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর