thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

রামগঞ্জে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেকায়দায় আ’লীগ

২০১৩ ডিসেম্বর ২৫ ০৯:১১:৩৩
রামগঞ্জে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেকায়দায় আ’লীগ

রামগঞ্জ সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ। গত দুইদিনে প্রায় তিনশ’ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. শাহজাহান। এ নিয়ে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, এখনও বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়নি। অথচ সাধারণ নেতাকর্মীদের বহিষ্কার করে দলকে তৃণমূল শূন্য করা হচ্ছে।

এবার জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে আওয়ামী লীগ থেকে ১৪দলীয় জোটের অন্যতম শরীক তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ওই আসনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম। ফলে উপজেলার সাধারণ নেতাকর্মীরা বেকায়দায় পড়েছেন।

জানা যায়, তিন ইউনিয়ন থেকে ইতোমধ্যে তিনশ’ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। অন্য সাতটি ইউনিয়ন এবং পৌরসভা থেকেও অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হতে পারে।

(দ্য রিপোর্ট/এমএমআর/এমএআর/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর