thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিশরের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কানদিল গ্রেফতার

২০১৩ ডিসেম্বর ২৫ ১০:৪৮:২১
মিশরের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কানদিল গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকারের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কানদিলকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

চোরাকারবারীদের সঙ্গে সুদানে পালানোর চেষ্টাকালে পার্বত্য এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

১৯৯৬ সালে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হওয়া একটি কোম্পানিকে জাতীয়করণ করার নির্দেশ দিয়েছিল আদালত। ওই নির্দেশ অমান্য করায় কানদিলের দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পর সেপ্টেম্বরে কায়রোর একটি আপিল আদালত কানদিলের সাজা স্থগিত করে।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর কানদিল ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারীদের সঙ্গে এক বৈঠকে মুসলিম ব্রাদারহুডসহ মুরসি পক্ষের ইসলামপন্থি দলগুলোর জোটের নেতৃত্ব দিয়েছিলেন।

তবে কানদিল মুসলিম ব্রাদারহুডের সদস্য নন। আগস্টে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর কানদিল অনেকটা লোকচক্ষুর অন্তরালেই চলে গিয়েছিলেন। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর