thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘মার্চ ফর ডেমোক্রেসি হাস্যকর কর্মসূচি’

২০১৩ ডিসেম্বর ২৫ ১১:৩৪:০২
‘মার্চ ফর ডেমোক্রেসি হাস্যকর কর্মসূচি’

কুষ্টিয়া সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বেগম খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘বিজয়ের মাসে রাজাকারদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছেন, যা হাস্যকর। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার এ কর্মসূচিকে প্রত্যাখ্যান করবে। জনগণ তো দূরের কথা তার কর্মীরাও ২৯ তারিখের এ কর্মসূচিতে অংশ নেবে কিনা সেটা বিরোধীদলীয় নেত্রীকে ভেবে দেখতে হবে।’

কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে বুধবার বেলা ১১টায় আওয়ামী মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।

তিনি বলেন, ‘রাজনৈতিক যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের কোনো বাধা বা বিধিনিষেধ নেই। তবে এ কর্মসূচির নামে কোনো নাশকতা হলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।’

এ সময় কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান মিনার নেতৃত্বে মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোপর্ট/এফএপি/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর