thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ইসিতে সিসি ক্যামেরা

২০১৩ ডিসেম্বর ২৫ ১২:৪০:২১
ইসিতে সিসি ক্যামেরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনের নিরাপত্তার জন্য ৫নং ও ৬নং ব্লকে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) বসানো হচ্ছে। বুধবার সকাল ৯টা থেকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

দুই ব্লকে আপাতত মোট ৮টি ক্যামেরা বসানো হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা ও সাংবাদিকদের গতিবিধি লক্ষ্য করার জন্যই এই ক্যামেরা বসানো হচ্ছে বলে জানা গেছে। ক্যামেরার সংখ্যা আরো বাড়তে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ড. মুহাম্মদ সাদিক দ্য রিপোর্টকে বলেন, ‘সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এটি চাইনি কিন্তু কমিশনের চাওয়ায় এগুলো বসানো হচ্ছে।’

সিসি ক্যামেরা স্থাপনের খরচ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কত খরচ হচ্ছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়, কাগজপত্র দেখে বলতে হবে।’

সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে সিস্টেম ম্যানেজার রফিকুল হক বলেন, একটা ক্যামেরার দাম ৭-৮ হাজার টাকার মতো লাগবে। এর জন্য ব্যয় হবে মোট ২ লাখ টাকা। জেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে কাজের ভার দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমসি/এমডি/শাহ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর