thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পূর্বাভাস ছাড়াই যুদ্ধ শুরু হতে পারে : কিম জং-উন

২০১৩ ডিসেম্বর ২৫ ১৩:১৪:০২
পূর্বাভাস ছাড়াই যুদ্ধ শুরু হতে পারে : কিম জং-উন

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সেনাবাহিনীর প্রতি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো পূর্বাভাস ছাড়াই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কিম জং-উনের ফুফার ফাঁসি কার্যকর নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই কিম জং-উন এ ঘোষণা দিলেন।

ক্রিসমাসের সন্ধ্যায় কিম যৌথ বাহিনীর ৫২৬তম ইউনিট পরিদর্শন করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

কিমের ফুফা চ্যাং সং-থায়েকের ফাঁসি কার্যকর হওয়ার পর দেশটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। তরুণ কিমের পরামর্শদাতা ছিলেন চ্যাং।

এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চ্যাং সং-থায়েকের ফাঁসি কার্যকর হওয়ার পর পরমাণু শক্তিধর উত্তর কোরিয়াকে সম্ভাব্য উস্কানিমূলক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করেছে।

এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই মঙ্গলবার ফ্রন্টলাইন গার্ড পোস্ট পরিদর্শনকালে সমুদ্রে নিরাপত্তা জোরদারের কথা বলেছিলেন। তিনি সীমান্ত এলাকার পরিস্থিতিকে ‘ভীতিকর’ বলে বর্ণনা করেছেন।

এ সময় তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের আমরা কঠোরভাবে জবাব দেবো।’ সূত্র : এএফপি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর