thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

পেট্রোল বোমায় নিহত ট্রাফিক পুলিশের ময়নাতদন্ত সম্পন্ন

২০১৩ ডিসেম্বর ২৫ ১৩:৪৫:৪৮
পেট্রোল বোমায় নিহত ট্রাফিক পুলিশের ময়নাতদন্ত সম্পন্ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ট্রাফিক পুলিশ ফেরদৌস খলিলের(ব্যাচ নং-১৩৯৬৬) ময়নাতদন্ত বুধবার সকালে শেষ হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে নামাজে জানাজা শেষে তার লাশ গাইবান্ধায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আ খ ম শফিউজ জামান ময়নাতদন্ত শেষ করে মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাজারবাগ পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাগের ভিটা গ্রামে নিয়ে যাওয়া হবে। নিহত ফেরদৌস খলিল আবদুল হামিদ মণ্ডলের ছেলে। তার মায়ের নাম জবেদা খাতুন। তিনি দক্ষিণ বিভাগ রমনার ট্রাফিক জোনে ডিউটিরত ছিলেন।

এর আগে রাজধানীর বাংলামোটরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ট্রাফিক পুলিশ বহনকারী একটি বাসে পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিলের মৃত্যু হয়। এ ঘটনায় ফায়জুল ইসলাম (৪০) নামের অপর পুলিশ সদস্যসহ বাসচালক বায়েজিদ খান (২৫) অগ্নিদগ্ধ হন।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর