thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

১৮ দলের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

২০১৩ ডিসেম্বর ২৫ ১৪:২৭:০৮
১৮ দলের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নেতাকর্মী হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে জেলা, উপজেলা ও মহানগরে এ কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি দ্য রিপোর্টকে এ তথ্য জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশ সফল করতে বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ করেছেন।

তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি, ১৮ দলীয় জোটের উদ্যোগে গত পাঁচ দফা অবরোধ চলাকালে ১৮ দলীয় জোটের যেসব নেতাকর্মী নিহত, আহত, গ্রেফতার হয়েছেন এবং যাদের বাড়িঘর-সহায় সম্পদ ধ্বংস করা হয়েছে সেসব ঘটনার প্রতিবাদে এ সমাবেশ আহ্বান করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর