thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

কলকাতার প্রেসিডেন্সিতে টাকা না দেওয়ায় ছাত্রীর শ্লীলতাহানি

২০১৩ ডিসেম্বর ২৫ ১৫:০১:০৩
কলকাতার প্রেসিডেন্সিতে টাকা না দেওয়ায় ছাত্রীর শ্লীলতাহানি

কলকাতা প্রতিনিধি : সহপাঠীর দাবি করা টাকা না দেওয়ায় কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন।

গত সোমবার এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় ওই ছাত্রী জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু বুধবার সকাল পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি।

কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) সুজয় চন্দ জানান, তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে মারধর, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, গত সপ্তাহে ওই ছাত্রীর কাছে তার সহপাঠীরা ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সোমবার প্রেসিডেন্সি কলেজের ভেতর ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করা হয়।

ঘটনার সময় আরও চারজন ছাত্র উপস্থিত ছিলেন বলে ওই ছাত্রী জানিয়েছেন। তবে অভিযোগ করা হয়েছে একজনের নামে।

এদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের পর এবার কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে ।

(দ্য রিপোর্ট/এসএম/কেএন/এনডিএস/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর