thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘দল-মত নির্বিশেষে ঢাকা অভিযাত্রায় শরিক হোন’

২০১৩ ডিসেম্বর ২৫ ১৫:২৭:৪৯
‘দল-মত নির্বিশেষে ঢাকা অভিযাত্রায় শরিক হোন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ডাকা ২৯ ডিসেম্বরের ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে দলমত নির্বিশেষে সবাইকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘গণতন্ত্রের অভিযাত্রাকে সফল করতেই হবে। সরকার বাধা দিয়ে এই অভিযাত্রাকে রুখতে পারবে না। গণতন্ত্রের এই ‘মার্চ ফর ডেমোক্রেসি’কে সফল করতে পারলে জাতি মুক্তি পাবে। আর না পারলে আমরা ইতিহাসের কাছে দায়ী হয়ে থাকব।’

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পেশাজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদকে যথেচ্ছভাবে অসন্মান করে ১৫৪ জন নৌকা মার্কার লোককে বিজয়ী করা হয়েছে। সরকারদলীয় লোকদের দুর্নীতি সম্পর্কে যে সব তথ্য আসছে, তাতে জাতি লজ্জা পাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও লজ্জা পাওয়ার কথা। এ সব দুর্নীতিবাজদের তিনি আবার সংসদে বসালেন। অথচ প্রধানমন্ত্রী লজ্জা তো পাচ্ছেনই না, বরং লজ্জাই তার কাছে লজ্জা পাচ্ছে।’

বি চৌধুরী বলেন, ‘এরশাদ নাটক একটি জয়েন্ট প্রডাকশন। যা যৌথভাবে শেখ হাসিনা ও এরশাদ প্রযোজনা করেছেন। এখন আমরা যদি সরকারের প্রহসনের নির্বাচন ঠেকাতে না পারি, তাহলে ইতিহাসের কাছে আমরা দায়ী থাকব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘দেশে নির্বাচনের নামে যা চলছে, তা কোনোভাবেই ইলেকশন নয়, এটা একটি সিলেকশন।’

তিনি বলেন, ‘নেত্রী বেগম জিয়া ২৯ ডিসেম্বর জনগণকে ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে ডাক দিয়েছেন। ভালো কথা। কিন্তু সারাদেশের লোকজন সেদিন ঢাকায় এসে কী করবে, তা ক্লিয়ার করা উচিত।’ তিনি আরো বলেন, ‘২৪ জানুয়ারির পর সরকারের বৈধতা থাকবে না। সে জন্য ২৯ তারিখে বেগম জিয়ার তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা উচিত। তার অধীনেই নির্বাচন হতে হবে। কারণ দেশে তো সরকার ‘ভ্যাকুয়াম’ থাকতে পারে না।’

মুক্তিযুদ্ধের সংগঠক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘বাংলাদেশ আজকে বিপর্যয়ের মুখে। ঢাকার বাইরে গেলে বুঝা যায় না, দেশে সরকার আছে কিনা।’

নির্বাচন কমিশন সরকারের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে- অভিযোগ করে তিনি বলেন, ‘২৪ জানুয়ারির পরও সরকার যদি থাকার চেষ্টা করে, তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।’

বিএনপি চেয়ারপারসনের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সম্পর্কে রব বলেন, ‘২৯ ডিসেম্বর যে ডাক দেওয়া হয়েছে, তার ব্যাপারে সবার বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মোট কথা এই সরকারকে পদত্যাগ করতেই হবে। বিদায় নিতে হবে। সংসদ ভেঙ্গে দিতে হবে। ইসিকে পদত্যাগ করতে হবে। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সম্পর্কে এই রাজনীতিক বলেন, ‘আমি অশ্লীলভাবে বলতে পারব না। তবে এরশাদের মন্ত্রীত্ব গ্রহণ ও পদত্যাগ, মনোনয়ন প্রত্যাহার, সবকিছুতে লেনদেনের সম্পর্ক রয়েছে।’

(দ্য রিপোর্ট/টিএস/এসকে/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর