thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

৩৯ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল শ্রমিকরা

২০১৩ ডিসেম্বর ২৫ ১৫:২০:৪১
৩৯ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল শ্রমিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্মার্ট গার্মেন্টসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শ্রমিকরা ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ পেল। বিজিএমইএ কর্তৃপক্ষের মাধ্যমে ক্রেতা সংগঠন ইনডিটেক্স ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন। বিজিএমইএ’র কার্যালয়ের নুরুল কাদের অডিটোরিয়ামে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্থদের হাতে চেক হস্তান্তর করা হয়।

স্মার্ট গার্মেন্টসের শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ ২৬৪ জন শ্রমিকের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩৯ লক্ষ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া আহত ৩ জন শ্রমিক পারভীন আক্তার, ঝর্না বেগম, রাবেয়াকে ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা এবং সাভারে স্পেকট্রার্ম গার্মেন্টসের নাদিয়া আক্তার ও মরিয়ম বানুকে মোট ৯ লক্ষ ৪২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইর সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ বলেন, ‘পোশাক শিল্প আজ কঠিন সময় পার করছে। পাকিস্তান জিএসপি সুবিধা পেয়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে আমদের দেশের অর্ডারগুলো সিফট হয়ে ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছে। যদি সেখানে ক্রেতারা নিয়মিত হয়ে যায়, তাহলে আমাদের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে। ফলে বিশ্ব বাজারে আরো বেশি প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

তিনি বলেন, ‘আমরা বার বার বলছি কারখানায় কর্মপরিবেশ ও নিরাপত্তার কথা। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনুযায়ী, পোশাক কারখানা পরিদর্শনের কাজ শুরু হয়েছে। অনেক ত্রুটিপূর্ণ কারখানা বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে ২১টি কারখানা বন্ধ হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘কারখানায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিনবাহিনী থেকে অবসর প্রাপ্ত ৩০ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন কারখানায় অগ্নিনির্বাপক উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে কারখানায় দুর্ঘটনা ঘটলে শ্রমিকরা নিরাপদে বের হয়ে আসতে পারে।’

তিনি শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, ‘রাস্তায় দুর্ঘটনা হলে শ্রমিকরা কারখানা ভাঙচুর করে। কিন্তু শ্রমিকদের আরো দায়িত্বশীল হতে হবে। কারখানা রক্ষায় শুধু উদ্যোগতারা নয় শ্রমিকদেরও সচেতন হতে হবে। আর তা না হলে ৪৪ লক্ষ শ্রমিকের এ শিল্প ধ্বংস হয়ে যাবে। তখন এ শ্রমিকরা বেকার হয়ে পড়বে।’

বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ফারুক হাসান বলেন, ‘যে সকল পোশাক কারখানা তালিকাভুক্ত নয়, সেগুলোকে আইনের মধ্য দিয়ে অগ্নি নিরাপত্তার আওতায় আনতে হবে। সেজন্য বিজিএমইএ এর চেয়ে সরকারকে বেশি দায়িত্বশীল হতে হবে।’

অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি রায় রমেশ চন্দ্র বলেন, ‘দেশের এ শিল্পের বিকাশে মালিকদের পাশাপাশি ক্রেতাদেরও দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে এবং শ্রমিকদের কল্যাণের দিকগুলো তারা গুরুত্ব দিয়ে দেখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ফারুক হাসান, পরিচালক মো. নাছির, শ্রমিক নেতা আমিনুল হক প্রমুখ।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৬ জানুয়ারি স্মার্ট গার্মেন্টসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর আগে স্মার্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের ১০ লাখ ৪৯ হাজার টাকা ও আহত ২১ জনকে ৫ লাখ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর