thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তুরস্কের দুই মন্ত্রীর পদত্যাগ

২০১৩ ডিসেম্বর ২৫ ১৫:৩৩:২৫
তুরস্কের দুই মন্ত্রীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক : ছেলেদের দুর্নীতি কেলেঙ্কারির জেরে তুরস্কের অর্থমন্ত্রী জাফের কাগলায়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মের গুল পদত্যাগ করেছেন।

এর আগে দেশটির একটি ব্যাপক দুর্নীতির মামলায় ওই মন্ত্রী দুইজনের ছেলেদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ মামলায় রাষ্ট্র নিয়ন্ত্রিত হালব্যাংকের প্রধানসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অর্থমন্ত্রীর ছেলে কান ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বারিস গুলের তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে নগর উন্নয়ন প্রকল্পে ঘুষ নেওয়ার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এক বিবৃতিতে অর্থমন্ত্রী জাফের কাগলায়ান এ মামলার তদন্তের নিন্দা জানিয়েছেন।

এর আগে মুয়াম্মের গুল ঘুষ নেওয়ার অভিযোগে তার ছেলেকে গ্রেফতারের কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করেন।

এদিকে এসব কেলেঙ্কারির কথা জানাজানি হওয়ার পর প্রধানমন্ত্রী রেচেপ তায়েব এরদোগান ইস্তাম্বুল পুলিশ প্রধানসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেন। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/রাসেল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর