thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গলফার ওবামা

২০১৩ ডিসেম্বর ২৫ ১৫:৫২:৪৭
গলফার ওবামা

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান বারাক ওবামার খেলাধুলার প্রতি দুর্বলতার কথা সবারই জানা। সারা বিশ্বকে নিয়ে যার চিন্তায় দিন কাটে সেই ব্যক্তি এবার ভাবনাবিহীন সময় কাটাতে নেমে পড়েছেন গলফ মাঠে।

ওয়াশিংটনের ঠাণ্ডা ও হাওয়াই বিচের মিষ্টি রোদের আলোয় বড়দিনের ছুটি কাটাচ্ছেন ওবামা। এই ছুটিতে গলফ খেলতে নেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ওবামার উপস্থিতি যেন এখানে আগত ভ্রমণকারীদের উৎসাহ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। আগত অনেক ভ্রমণকারী ওবামাকে কাছ থেকে দেখতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।

মায়া স্মিথ নামের একজন পর্যটক বলেছেন, ‘আমি এর আগে কোন বিখ্যাত ব্যক্তিকে এখানে দেখিনি। এতো কাছ থেকে ওবামাকে দেখে খুব ভালো লাগছে।’

তাছাড়াও ওবামার উদ্দেশে চিৎকার করে ‘হাই’ জানানোর পর তিনি তার উত্তর দিয়েছেন এবং ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন বলে আনন্দ প্রকাশ করেছেন টেলর টাকোদা নামে আরেকজন পর্যটক।

৩ দিনের ছুটিতে বারাক ওবামা তার পরিবার নিয়ে হাওয়াই বিচে ছুটি কাটাচ্ছেন।

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর