thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নাটোরের আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ২৫ ১৫:৫১:৪৫
নাটোরের আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নাটোর সংবাদদাতা : জেলার লালপুরে আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। উপজেলার বিজয়পুর এলাকায় বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত শাখাওয়াত উপজেলার রায়পুর এলাকার শুকুর আলী মোল্লার ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, উপজেলার ওয়ালিয়া বাজার থেকে শাখাওয়াত ও তার সহযোগী জাকারিয়া মোটরসাইকেল করে লালপুর বাজারে ফিরছিলেন। এমন সময় কয়েকজন সন্ত্রাসী তাদের পথরোধ করে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় বাধা দিলে তার সহযোগী জাকারিয়া গুরুতর জখম হয়।

আহত জাকারিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/ এমডি/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর