thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বাংলামটরে পুলিশ হত্যা মামলার আসামি ফখরুল

২০১৩ ডিসেম্বর ২৫ ১৬:২০:১৭
বাংলামটরে পুলিশ হত্যা মামলার আসামি ফখরুল

রাজধানীর বাংলামটরে বাসে আগুন দিয়ে পুলিশ হত্যার ঘটনায় আসামি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের।

রমনা থানায় বুধবার দায়ের করা এ মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান সরদার জানান, মঙ্গলবার রাতে বাংলামটরে গাড়িতে পেট্রোল বোমা হামলায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত ও দুইজন অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে বুধবার রমনা থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ৪২)। ঘটনার ইন্ধনদাতা হিসেবে মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ ১৮-২০ নেতাকে আসামি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এনডিএস/নূরুল/ডিসেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর