thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক প্রবেশেও বাধা

২০১৩ ডিসেম্বর ২৫ ১৬:৩৩:১৪
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিক প্রবেশেও বাধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলশানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বুধবার দুপুর থেকেই কার্যালয়ের প্রধান দুটি ফটকসহ আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। ডিবি, সাদা পোশাকের পুলিশের উপস্থিতি সেখানে রয়েছে। দুপুর থেকেই কার্যালয়ে কোনো সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ের সামনের রাস্তায় ৩টি কালো মাইক্রো ও ১টি সাদা মাইক্রো রয়েছে।

সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার প্রসঙ্গে গুলশান থানার সহকারী পরিদর্শক বোরহান উদ্দীন বলেন, কার্যালয়ে প্রবেশে রেসটিকশান আছে। উপরের নির্দেশেই আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার গুলশানের বাসার সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গুলশানে চেয়ারপারসনের বাসার সামনে মঙ্গলবার রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা যায়। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।

দুপুর ১২টা ৪০ মিনিটে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক, ২টা ৩৫ মিনিটে বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান বিরোধী দলীয় নেতার বাসায় প্রবেশ করতে পারেননি। তবে, ৪টার দিকে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এসএম সালেহ আহমদ বাসভবনে প্রবেশ করেন। এদিকে, বাসার সামনে রাস্তার দুপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বুধবার দুপুর ১টা থেকে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার দ্য রিপোর্টকে বলেন, দুপুরে কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন বিএনপি নেতা শাকিল ওয়াহেদ সুমন। অফিসের সামনে সুমনের রাখা গাড়ির চাবি ড্রাইভারের কাছ থেকে নিয়ে গেছে পুলিশ।

গুলশান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নুরুল আলম পিপিএম বিরোধী দলীয় নেতার বাসার সামনে অতিরিক্ত পুলিশ সম্পর্কে জানতে চেইলে, রুটিন ওয়ার্কের অংশ হসেবে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। এছাড়া, ভিআইপি এলাকা হিসেবে মাঝেমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না- এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে আসতে দেখিনি।

গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে বাধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারাই বলতে পারবেন।

মঙ্গলবার রাতে খালেদা জিয়ার বাসার সামনে পুলিশের উপস্থিতি সম্পর্কে দিদার জানান, গুলশান থানার ইন্সপেক্টর আব্দুস সামাদের নেতৃত্বে ১৭ জন পুলিশ সদস্য খালেদা জিয়ার বাসার সামনের দুই পাশের ব্যারিকেড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

শামছুদ্দিন দিদার এ বিষয়ে কর্তব্যরত ইন্সপেক্টর আব্দুস সামাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ নামে ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।

(দ্য রিপোর্ট/এমএইচ/এইচএসএম/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর