thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা সহ্য করা হবে না’

২০১৩ ডিসেম্বর ২৫ ১৭:০০:৪১
‘যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা সহ্য করা হবে না’

চাঁদপুর সংবাদদাতা : বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা সহ্য করা হবে না- বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

চাঁদপুরের রঘুনাথপুরে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক প্রাতিবাদ সভায় বুধবার দুপুরে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার ঢাকামুখী ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সমালোচনা করে দীপু মনি বলেন, ‘দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যে খালেদা জিয়ার ডাকে আমেরিকা, সেনাবাহিনী, ঢাকাবাসীসহ সরকারি কর্মকর্তারা কোনো সাড়া দেয়নি। কারণ, আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতাকর্মীদের ‘হারিকেন’ দিয়েও খুঁজে পাওয়া যায় না। এখন তার আশেপাশে যারা আছে তারা সব জামায়াত আর শিবির। মূলত তাদেরকেই তিনি ঢাকায় যাওয়ার জন্য ডাক দিয়েছেন। যুদ্ধাপরাধীদেরকে জাতীয় পতাকা নিয়ে ঢাকার যাওয়ার আবেদনও দেশবাসী মানবে না।’

তিনি আরো বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন হবেই। স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের ছেড়ে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতা বাদ দিয়ে বিরোধীদলীয় নেত্রী যদি আলোচনার মাধ্যমে সমঝোতায় আসেন তাহলে দশম সংসদ ভেঙে একাদশ নির্বাচন দেওয়া হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এসকে/নূরুল/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর