thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রাইম ব্যাংকের জয়

২০১৩ ডিসেম্বর ২৫ ১৮:০৪:০৯
প্রাইম ব্যাংকের জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম ম্যাচটিতে পারেননি। দলও হেরেছে। এরপর টানা ২টিতে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন সাব্বির রহমান রুম্মন। টানা ২ ম্যাচে জিতিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও। ম্যাচ সেরাও হয়েছেন। বুধবার যেমন আবাহনীর বিপক্ষে তার অপরাজিত ৮৪ রানের দৃষ্টিনন্দন ইনিংসে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।

এই ম্যাচের আগে প্রাইম ব্যাংক-আবাহনী ২ দলেরই পয়েন্ট সমান ছিল। প্রাইম ব্যাংক জয় পাওয়ায় পয়েন্ট তালিকায় আবাহনীকে পেছনে ফেলেছে।আবাহনীর পয়েন্ট ৩ ম্যাচে ২, সমান সংখ্যক ম্যাচে প্রাইম ব্যাংকের পয়েন্ট ৪।

অধিনায়ক মুশফিকুর রহিমের ৫০, সৌম্য সরকারের ৩১ ও জিয়াউর রহমানের ২৮ রানে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করেছিল আবাহনী। পেসার রুবেল হোসেন (৩/১৭) দুর্দান্ত বোলিং করলেও জয়ের ভিত গড়তে পারেনি আবাহনী।

দুর্ভাগ্য, রুম্মন এতটাই ভালো খেলেছেন তা কল্পনাই করতে পারেননি মুশফিকরা। তার ৫০ বলে ৬ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৪ রানেই আবাহনীর টানা ২ ম্যাচে জয়ের স্বপ্নের সমাধি ঘটেছে। ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছেছে প্রাইম ব্যাংক। সাকিব আল হাসান প্রথম ম্যাচটিতে খেলেননি। সেই ম্যাচে হেরেছে প্রাইম ব্যাংক। আর সাকিব যোগ দিতেই প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে দল। জিতেছে আবাহনীর বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ১৭১/৭; ২০ ওভার (মুশফিক ৫০, সৌম্য ৩১, জিয়াউর ২৮; রুবেল ৩/১৭, তাইজুল ২/৩৯)

প্রাইম ব্যাংক: ১৭৫/৬; ১৯.৩ ওভার (রুম্মন ৮৪*, এনামুল ২২, মেহরাব জুনিয়র ১৬; সোহরাওয়ার্দী ১/১৫)

ফল : প্রাইম ব্যাংক ৪ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : সাব্বির রহমান রুম্মন (প্রাইম ব্যাংক)

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর