thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘পুলিশকে আক্রমণ করা মানে রাষ্ট্রকে আক্রমণ করা’

২০১৩ ডিসেম্বর ২৫ ১৮:০৬:৫৯
‘পুলিশকে আক্রমণ করা মানে রাষ্ট্রকে আক্রমণ করা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিরস্ত্র পুলিশকে যারা আক্রমণ করে তারা দেশ ও জনগণকেই আক্রমণ করে। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত তাদেরকে আক্রমণ করে রাষ্ট্রবিরোধীরা রাষ্ট্রকেই অস্বীকার করছে। কেননা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ সার্বক্ষণিক কাজ করে, সেই পুলিশকে আক্রমণ করা মানে রাষ্ট্রকে আক্রমণ করা।

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিনে বুধবার দুপুরে মগবাজারের সাধু থোমার চার্চ পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ট্রাফিক পুলিশ নিরস্ত্র অবস্থায় সবসময় কাজ করে। তাদের উপর আক্রমণ করা পাশবিক আচরণ ছাড়া আর কিছুই নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় অতিরিক্ত নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেখানে প্রয়োজন আমরা সেখানে নিরাপত্তা জোরদার করি। খালেদা জিয়ার বাসায় নিরাপত্তা সেই কার্যক্রমেরই অংশ।

(দ্য রিপোর্ট/এএইচএ/এপি/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর