thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

নাটোরে ১২শ’ গাছ কেটেছে দুর্বৃত্তরা

২০১৩ ডিসেম্বর ২৫ ১৮:২১:৫৪
নাটোরে ১২শ’ গাছ কেটেছে দুর্বৃত্তরা

নাটোর সংবাদদাতা : জেলার হাজরা নাটোর এলাকায় স্থানীয় তিন কৃষকের ১৪ বিঘা জমিতে লাগানো আম বাগানের প্রায় ১২শ’ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন দ্য রিপোর্টকে জানান, আম গাছ কেটে ফেলার বিষয়টি তিনি জেনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষক শহীদ হোসেন, খোরশেদ ও শুকুর আলী জানান, বিভিন্ন জনের থেকে জমি লিজ নিয়ে এই বাগান তৈরি করেছেন তারা। মঙ্গলবার রাতে কে বা কারা বাগানের প্রায় ১২শ’ আম গাছ কেটে ফেলে। এমন কি দুর্বৃত্তরা জমিতে সাথী ফসল হিসেবে লাগানো সরিষা আবাদও বিনষ্ট করেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর