thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ম্যাকলেওড রাসেল ট্যুরে জামাল

২০১৩ ডিসেম্বর ২৫ ১৮:৫৬:৪২
ম্যাকলেওড রাসেল ট্যুরে জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাটা ওপেনে ১৭তম স্থানে থেকে আক্ষেপ নিয়েই টুর্নামেন্ট শেষ করেছিলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা। ওই আসরে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে শীর্ষ স্থানে থাকার পর শেষ রাউন্ডে পারের চেয়ে ৭ শট বেশি খেলেছিলেন তিনি।

ফেডারেশন সূত্রে জানা গেছে, ওই আসরে ঠান্ডা ও জ্বর নিয়েই টুর্নামেন্ট খেলায় শেষ রাউন্ডে ভালো করতে পারেননি জামাল। এবার নিজেকে প্রমাণের সুযোগ এসেছে তার।

কলকাতায় ম্যাকলেওড রাসেল ট্যুর চ্যাম্পিয়শিপে অংশ নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আসর। জামালের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের আরেক গলফার শাখাওয়াত হোসেন রাসেল। ১ কোটি ৩৫ লাখ রুপীর এ টুর্নামেন্টে ভারতের খ্যাতনামা তারকাদের মধ্যে এশিয়ান ট্যুর তারকা অনির্বাণ লাহিড়ি ও গগনজিৎ ভুলাররাও অংশ নেবেন। সাত হাজার ১০০ গজের এ গলফ কোর্সে ৭২ পার অনুযায়ী খেলা হবে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর