thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়

২০১৩ ডিসেম্বর ২৫ ১৯:০৩:১২
খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়

দ্য রিপোর্ট প্রতিবেদক : খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাত আটটার দিকে গুলশান কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করবেন।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্তার নেতৃত্বে প্রায় দুই শতাধিক সদস্য খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এদের মধ্যে আর্চ বিশপ পোলিন পিউজ কস্তা থাকবেন বলে জানা গেছে।

এদিকে আগে থেকেই গুলশান কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। শুভেচ্ছা বিনিময়ের জন্য খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা সেখানে আসতে থাকলে পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে সন্ধ্যা ৬টার দিকে গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া এখনো তার কার্যালয়ে যাননি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি গুলশান কার্যালয়ে যাবেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বড়দিন এর সর্বশেষ খবর

বড়দিন - এর সব খবর