thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজশাহীতে অস্ত্রসহ আটক ৩

২০১৩ ডিসেম্বর ২৫ ১৯:৪১:০১
রাজশাহীতে অস্ত্রসহ আটক ৩

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে আলাদা অভিযানে অস্ত্র বেচাকেনা ও চোরাচালানের দায়ে তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলার পবা উপজেলার মুরারিপুর ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে বুধবার জেলা ও মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আলমগীর হোসেন দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে অভিযান চালায় মহানগর ডিবি পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ রাজু আহমেদ (২৫) ও রাশিদুল ইসলামকে (২৫) আটক করা হয়।

অন্যদিকে, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দুপুরে পবা উপজেলার মুরারিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নগরীর উদ্দেশ্যে ছেড়ে আসা এসডি ট্রাভেল্সের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জিয়াউল হককে (৩০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক নেতৃত্ব দেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর