thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঢাবিতে পথশিশু ও দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০১৩ ডিসেম্বর ২৫ ১৯:৫৮:১০

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৬০ জন পথশিশু ও ৩০০ জন দুস্থ মহিলার মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে বুধবার দুপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এইচএসএফের সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরফিন সিদ্দিক ।

উপাচার্য বলেন, ‘শীতকালে এমন একটি আয়োজন সত্যিই সুন্দর ও মহৎ উদ্যোগ। এমন মহৎ কাজ করার অনুপ্ররেণা সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। তরুণদের এমন মহৎ কাজে এগিয়ে আসা দরকার। যারা এই কাজের সঙ্গে আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এস এম আশিকুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. উম্মুল হাসনাত, বিকেএমইএ’র সিনিয়ির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাতেম, ইউনিসেফের শিশু বিশেষজ্ঞ সাইদ মিল্কী প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর