thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপি নেতা আর এ গনি আটক

২০১৩ ডিসেম্বর ২৫ ২০:১৬:২৪
বিএনপি নেতা আর এ গনি আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ নেতা ড. আর এ গনিকে (৯০) আটক করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ড. গনি গাড়িতে করে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আসলে পুলিশ তাকে আটক করে গুলশান থানায় নিয়ে যায়।

অন্যদিকে তার কিছুক্ষণ আগে একই স্থান থেকে নয়ন নামের এক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ। সে বনানী শাখা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এছাড়া একই সময়ে সিরাজ, ফয়সাল, আমিনুল ও লেনিন নামের ৪ যুবককে কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

গুলশান থানার এসআই রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা তিনি বলেননি।

(দ্য রিপোর্ট/টিএস/এপি/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর