thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহ্বান জমিয়তের

২০১৩ ডিসেম্বর ২৫ ২১:০২:১০
‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফলের আহ্বান জমিয়তের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী জোটের প্রধান খালেদা জিয়ার ঘোষিত আগামী ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তা সফলের আহ্বান জানিয়েছে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

এক যৌথ বিবৃতিতে বুধবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা এ আহ্বান জানান।

জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খ আব্দুল মোমিন, নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মহিউদ্দীন ইকরাম, প্রচার সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও দফতর সম্পাদক মুফতী রেদওয়ানুল বারী সিরাজী এ যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে তারা বলেন, ‘দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব সুরক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে আওয়ামী বাকশালীদের হটানোর কোনো বিকল্প নেই।’

একই সঙ্গে তারা সুনামগঞ্জ জেলা জমিয়ত সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দীনকে দ্রুত বিচার আইনে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকেসহ কারাবন্দি জমিয়ত মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম, ছাত্র জমিয়ত নেতা তোফায়েল গাজালী ও নূরুল আমীনের মুক্তি দাবি করেন।

(দ্য রিপোর্ট/কেএ/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর