thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

যশোরে অস্ত্রসহ যুবক আটক

২০১৩ ডিসেম্বর ২৫ ২২:৪৮:০৪
যশোরে অস্ত্রসহ যুবক আটক

যশোর সংবাদদাতা : যশোরে শহরের ষষ্টিতলা এলাকা থেকে নাইন এমএম পিস্তল ও দুই রাউণ্ড গুলিসহ রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। সে শহরের রেলবাজার এলাকার অভিযুক্ত মাদক ব্যবসায়ী রহিম-আছিয়ার ছেলে।

যশোর সদর ফাঁড়ির টিএসআই রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাতে যশোর শহরের রেলবাজার ও ষষ্টিতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রেলবাজার এলাকায় পুলিশ সদস্যদের দেখে পালাবার চেষ্টা করে রনি। পরে ধাওয়া দিয়ে তাকে ষষ্টিতলা এলাকায় আটক করা হয়। এ সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/জেএম/এমএইচও/জেএম/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর