thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

মিশরে মুসলিম ব্রাদারহুডকে ‘জঙ্গী সংগঠন’ ঘোষণা

২০১৩ ডিসেম্বর ২৬ ০১:৩৭:৪২
মিশরে মুসলিম ব্রাদারহুডকে ‘জঙ্গী সংগঠন’ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে ‘জঙ্গী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। এ সপ্তাহের শুরুর দিকে মানসুরা শহরের পুলিশের প্রধান কার্যালয়ে হামলার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী উল্লেখ করে এই ঘোষণা দিল সরকার। খবর বিবিসির।

মিশরের সরকার এর আগে দলটিকে নিষিদ্ধ করেছিল। সেনাবাহিনী মুরসিকে উৎখাত করার পর থেকেই দলটির ওপর দমনাভিযান চালাচ্ছে সরকার। পুলিশ ও সেনা অভিযানে দলটির হাজার হাজার সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

এর ফলে কর্তৃপক্ষ দলটির ওপর দমনাভিযান চালানোর আরও বেশি ক্ষমতা পাবে বলে ধারণা করা হচ্ছে।

মিশরের উপ-প্রধানমন্ত্রী হুসাম এইসা বুধবার এই ঘোষণা দেন। এর আগে দেশটির মন্ত্রিসভা এক বৈঠকে মিলিত হয়েছিল। হুসাম বলেন, ‘মন্ত্রিসভা মুসলিম ব্রাদারহুড এবং এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।’

এ ঘোষণার ফলে এখন দলটির সদস্যরাসহ দলের অর্থায়ন এবং কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িতদের শাস্তি ভোগ করতে হবে বলে জানান হুসাম।

মুসলিম ব্রাদারহুড ওই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। তবে আল-কায়েদা সমর্থিত একটি গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেছে।

(দ্য রিপোর্ট/আদসি/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর