thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

চট্টগ্রামে ককটেলসহ দুই কারিগর গ্রেফতার

২০১৩ ডিসেম্বর ২৬ ০৩:১২:২৪
চট্টগ্রামে ককটেলসহ দুই কারিগর গ্রেফতার

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে ১০টি ককটেলসহ দুই কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়তলী রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপকমিশনার এসএম তানভির আরাফাত জানান, ককটেল কেনার টোপ দিয়ে পুলিশ সদস্যরা আগে থেকেই রেলগেটের কাছে অবস্থান করছিলেন। পরে কথা অনুযায়ী ককটেল নিয়ে এলে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। এ সময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তারা মূলত ককটেল কারিগর।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এএস/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর