thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৩

২০১৩ ডিসেম্বর ২৬ ০৭:১২:০৭
পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন বা চালকবিহীন বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী ওই প্রদেশে বুধবারের হামলায় সন্দেহভাজন তিন অস্ত্রধারী নিহত হয়েছে। খবর এনডিটিভির।

একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন একটি ড্রোন বা চালকবিহীন বিমান থেকে দুটি মিসাইল ছোড়া হয়। এতে তিনজন সন্দেহভাজন অস্ত্রধারী নিহত হয়েছে।

উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের পাঁচ কিলোমিটার দক্ষিণের কুতাবখেল গ্রামে ওই মিসাইলগুলো আঘাত হানে।

পেশওয়ারে একজন নিরাপত্তা কর্মকর্তা ওই হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মিরানশাহের একজন কর্মকর্তা জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত হয়েছে এবং অপর একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তিরা আফগান বংশোদ্ভূত।

উত্তর ওয়াজিরিস্তান পাকিস্তানের সাতটি আধা-স্বায়ত্তশাসিত উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোর একটি। আর ওয়াশিংটন বরাবরই উত্তর ওয়াজিরিস্তানকে তালেবান এবং আল-কায়েদার অস্ত্রধারীদের শক্ত অবস্থান হিসেবে চিহ্নিত করে এসেছে।

(দ্য রিপোর্ট/আদসি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর