thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মানিকছড়িতে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

২০১৩ ডিসেম্বর ২৬ ০৯:০৫:২৪
মানিকছড়িতে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা উত্তর লেমুয়া এলাকায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জনের সন্ত্রাসী দল দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় বন্দুক উদ্ধার হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহজাহানের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে দুটি অস্ত্র উদ্ধার হলেও সন্ত্রাসীরা পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এইচএমপি/এআইএম/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর