thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বড়দিনে গোপন নজরদারি বন্ধের আহ্বান স্নোডেনের

২০১৩ ডিসেম্বর ২৬ ১০:০৭:৫৭
বড়দিনে গোপন নজরদারি বন্ধের আহ্বান স্নোডেনের

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন জাতীয় গোয়েদা সংস্থার সাবেক ঠিকাদার অ্যাডওয়ার্ড স্নোডেন বড়দিন উপলক্ষে অন্যরকম এক বার্তা দিলেন। বড়দিনের বার্তায় তিনি গোপন নজরদারি বন্ধের আহ্বান জানান।

ব্রিটেনের বেসরকারি টেলিভিশন চ্যানেল ফোরে স্নোডেনের রেকর্ড করা ওই বার্তা প্রচার করা হয়।

রাশিয়ায় রেকর্ড করা দুই মিনিটব্যাপী ওই বার্তায় ঔপন্যাসিক জর্জ অরওয়েলের উদ্ধৃতি টানেন স্নোডেন।

গোপনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আজ যে শিশু জন্ম নিয়েছে, গোপনীতায় কোনো ধারণা ছাড়াই সে বড় হবে। তারা কখনই জানতে পারবে না তাদের ব্যক্তিগত সময়গুলো কেমন।’

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে স্নোডেন ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার উদ্দেশ্য এরই মধ্যে সফল রয়েছে। আমার জন্য এটা এক ধরনের ব্যক্তিগত সন্তুষ্টি। আমি এরই মধ্যে জিতে গেছি।’

প্রেসিডেন্ট বারাক ওবামা বছরের শেষ সংবাদ সম্মেলনে এনএসএর ফোনে নজরদারি আংশিক পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দেওয়ার পরিপ্রেক্ষিতে এ কথা জানান স্নোডেন।

মার্কিন গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র থেকে হংকং পালিয়ে যান স্নোডেন। সেখান থেকে রাশিয়ায় আশ্রন নেন তিনি। আগস্ট মাসে রাশিয়া তাকে সাময়িকভাবে আশ্রয় দেয়। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর