thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কুমিল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন

২০১৩ ডিসেম্বর ২৬ ১০:৪৪:৪২
কুমিল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন

কুমিল্লা সংবাদদাতা : লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার ভোর ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল কক্ষের পিছনে জানালার কাঁচ ভেঙ্গে আগুন দেওয়া হয়। এতে কক্ষের ভিতরে থাকা একটি ফ্যাক্স মেশিন, ২টি বড় চেয়ার, ১৫টি ছোট চেয়ার, একসেট সোফা, কম্পিউটার সামগ্রী, দরজা জানালার পর্দা, ১টি বুক সেলফ, একটি হ্যান্ড মাইক, বুক সেলফে থাকা আইন সংক্রান্ত বিভিন্ন বইসহ বিভিন্ন কাগজপত্র ভষ্মীভূত হয়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউল আলম দ্য রিপোর্টকে জানান, অগ্নিকাণ্ডে মূল্যবান কগজপত্র নষ্ট না হলেও প্রায় ২/৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, রাতের শেষ ভাগে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। অফিসের মূল কক্ষের পেছন থেকে একজোড়া স্যান্ডেল ও একটি পাগড়ি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/এআইএম/এমডি/শাহ/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর