thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

বিতর্কিত ইয়াসুকুনি সমাধি মন্দির সফরে জাপানি প্রধানমন্ত্রী

২০১৩ ডিসেম্বর ২৬ ১১:০৫:১২
বিতর্কিত ইয়াসুকুনি সমাধি মন্দির সফরে জাপানি প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : দায়িত্ব নেওয়ার এক বছর পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিতর্কিত ইয়াসুকুনি সমাধি মন্দির সফর করেছেন।

অ্যাবে বৃহস্পতিবার সকালে সমাধি মন্দিরে প্রবেশ করেন। তার এই সফর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

সফরকালে অ্যাবে জানান, আর কোনোদিন যেন মানুষ যুদ্ধের ভয়াবহতা না দেখে সেই অঙ্গীকার থেকেই তার ইয়াসুকুনি সমাধি মন্দির সফর।

এ সময় তিনি আরো বলেন, চীন কিংবা দক্ষিণ কোরিয়াকে আঘাত করা এই সফরের উদ্দেশ্য নয়।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লাও ঝাউহুই সঙ্গে সঙ্গে অ্যাবের এ সফরের সমালোচনা করে বলেন, ‘চীনের জনগণের কাছে এ সফর একেবারেই অগ্রহণযোগ্য।’

লাও ঝাউহুই বলেন, জাপানকে অবশ্যই এই সফরের ফল ভোগ করতে হবে।

এর আগে, আগস্ট মাসে অ্যাবের এই সমাধি মন্দির সফর করার কথা ছিল। তবে সেসময় কয়েকজন আইনপ্রণেতা সমাধি মন্দির পরিদর্শনে এলেও অ্যাবে আসেননি।

২০০৬ সালের পর এই প্রথম কোনো দায়িত্ব পালনরত প্রধানমন্ত্রী ইয়াসুকুনি সমাধি মন্দির সফর করলেন।

ইয়াসুকুনি সমাধি মন্দিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের পাশাপাশি জাপানের কয়েকজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সমাধিও রযেছে। জাপান এই সমাধি মন্দিরকে নিজেদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ মনে করে। তবে বেইজিং ও সিউল এই সমাধি মন্দিরকে যুদ্ধের সময়কার জাপানের আগ্রাসনেরে প্রতীক মনে করে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর