thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষার ঝড়, নিহত ২৭

২০১৩ ডিসেম্বর ২৬ ১১:৫০:৪৫
যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষার ঝড়, নিহত ২৭

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় তুষার ঝড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছে। এছাড়া দেশ দুটিতে পাঁচ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে কর্মীরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। তবে শনিবারের আগে সব জায়গায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন তারা।

কানাডার টরেন্টোতে বড়দিনে প্রায় ৭২ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে অন্টারিও প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন। ঝড়ের কারণে এই প্রদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশটির নিউ ব্রান্সউইক, নোভা স্কটিয়া ও কুইবেকে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এদিকে, ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের মেইনি থেকে মিশিগান অঙ্গরাজ্যে বৈরী আবহাওয়া বিরাজ করছে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/শাহ/ ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর