thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হাফিজের ব্যাটে সিরিজ পাকিস্তানের

২০১৩ ডিসেম্বর ২৬ ১১:৫৭:১৬
হাফিজের ব্যাটে সিরিজ পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক : চতুর্থ ওয়ানডে জিতে সিরিজে ফেরার আশাবাদ আগের দিন ব্যক্ত করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু দুবাইতে মোহাম্মদ হাফিজের সেঞ্চুরির কাছে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। বুধবার তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে মিসবাহর দলের কাছে হেরেছে। আর এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

এই সিরিজে ৩টি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন হাফিজ। ওয়ানডে ক্রিকেটে এর আগে মাত্র ৫ জন ব্যাটসম্যান এক সিরিজে ৩টি সেঞ্চুরি করার রেকর্ড গড়তে পেরেছিলেন। হাফিজকে নিয়ে এই সংখ্যা দাঁড়াল ৬-এ।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। কুমার সাঙ্গাকারার ৫১ ও আশান প্রিয়ানজানের ৭৪ রান ছাড়া বাকি কোন ব্যাটসম্যানই বলার মতো রান স্কোর বোর্ডে জমা করতে পারেনি। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। ৩৮ রান করে সাঈদ আজমলের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি। ৪৮.৫ ওভারে ২২৫ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

জুনাইদ খান ২টি এবং ওমর গুল ৩টি উইকেট নিয়েছেন। আর শ্রীলঙ্কার ব্যাটিং দুর্গ ভেঙ্গে দেওয়ার নায়ক সাঈদ আজমল নিয়েছেন ৪ উইকেট।

ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য ৪১ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পাকিস্তানকে। ১১৫ রানে ২ উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত অপরাজিত থাকা ২ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (১১৩) ও সোয়েব মাকসুদের (৪৬) ব্যাটের ওপর ভর করে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আর ওপেনার আহমেদ শেহজাদ করেছেন ৪৪ রান।

সুরাঙ্গা লাকমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুস একটি করে উইকেট লাভ করেছেন। ২৭ ডিসেম্বর আবুধাবিতে হবে সিরিজের শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা : ২২৫ (সাঙ্গাকার ৫১, প্রিয়ানজান ৭৪; আজমল ৩৯/৪, গুল ৩৭/৩)

পাকিস্তান : ২২৬/২ (হাফিজ ১১৩*, মাকসুদ ৪৬*; ম্যাথুস ১৫/১)

ফল : পাকিস্তান ৮ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/শাহ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর