thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

কর্নেল অলিকে দুদকের মামলা থেকে অব্যাহতি

২০১৩ ডিসেম্বর ২৬ ১২:৩৪:৩০
কর্নেল অলিকে দুদকের মামলা থেকে অব্যাহতি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুদকের করা মামলা থেকে কর্নেল অলিকে অব্যাহতি দিয়েছে বিশেষ জজ আদালত-২। বিচারক মোজাম্মেল হক বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন। অদালত হাইকোর্টের অবজারভেশনের ভিত্তিতে কর্নেল অলিকে এ মামলা থেকে অব্যাহতি দিয়েছে।

১৯৯৮ সালের ২৩ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা কর্নেল অলির সম্পত্তির হিসাব দাখিল করতে বলেন। দুদকের নোটিশ পেয়ে সম্পত্তির হিসাব দুদকে দাখিল না করায় ২০১১ সালের ২৮ নভেম্বর দুদক রমনা থানায় কর্নেল অলির বিরুদ্ধে মামলা করেন। কর্নেল অলি দুদকের করা মামলায় হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট রিটের অবজারভেশন শেষে বলেন যে, মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা মূল্যহীন। আদালত ওই অবজারভেশনের আলোকেই মামলা থেকে তাকে অব্যাহতি দেন।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমডি/শাহ/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর