thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘বিএনপি জামায়াতের পেটে ঢুকে গেছে ’

২০১৩ অক্টোবর ২৭ ১২:৫৩:৫০
‘বিএনপি জামায়াতের পেটে ঢুকে গেছে ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, `বিএনপি এখন জামায়াতের পেটের মধ্য ঢুকে গেছে। তারা নির্বাচন চায় না। তারা চায় যুদ্ধাপরাধীদের মুক্তি।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে রবিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলাম। কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর আহবানে সাড়া না দিয়ে জাতির ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন।’

বিএনপি-জামায়াতের সহিংস ঘটনার কারণে আপনারা যুদ্ধাপরাধীদের বিচারের সিদ্ধান্ত থেকে সরে আসবেন কিনা?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্ত থেকে কোনোভাবেই সরে আসবো না। সরে আসার প্রশ্নই আসে না।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/রিজভী/এমএআর/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর