thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাটকীয় জয় ওয়েস্ট ইন্ডিজের

২০১৩ ডিসেম্বর ২৬ ১৪:১৩:৩১
নাটকীয় জয় ওয়েস্ট ইন্ডিজের

দ্য রিপোর্ট ডেস্ক : অকল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ২ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

লো স্কোরিং এই ম্যাচ পুরোটাই ছিলো পেসারদের দখলে। ২ দলের পেসাররা মিলে শিকার করেছে ১৭ উইকেট। আর পেস বোলারদের লড়াইয়ে শেষ হাসি হেসেছে সফরকারীরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩২ রানেই স্বাগতিকরা প্রথম ৪ উইকেট হারিয়েছে। প্রথম আঘাতটা হেনেছেন রবি রামপাল। দলীয় ২ রানে তিনি ফিরিয়েছেন সদ্যই নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার জেসি রাইডারকে (০)। তার এক ওভার পরই রামপালের শিকারে পরিণত হয়েছেন মার্টিন গাপটিল (২)। এরপর দলীয় ১০ রানে রস টেলর (৩) রান আউট ও কেন উইলিয়ামসন (৮) হোল্ডারের বলে আউট হলে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপর প্রান্তে থিতু হয়ে থেকেছেন ব্রেন্ডন ম্যাককুলাম। দলীয় ১০৪ রানে আউট হওয়ার আগে করেছেন দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত ৫১ রানে ডোয়াইন ব্রাভোর বলে এলবিডাব্লুউ হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। আর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে নাথান ম্যাককুলাম করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান। সেই সঙ্গে ৪২ ওভারে ১৫৬ রানেই শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস।

ডোয়াইন ব্রাভো ৪টি এবং রামপাল ও হোল্ডার ২টি করে উইকেট লাভ করেছেন।

১৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মিচেল ম্যাকক্লেনাগান ঝড়ের সামনে পরেছে সফরকারীরা। দলীয় ৩২ রানেই প্রথম ৩ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি। এরপর তুলে নিয়েছেন ডোয়াইন ব্রাভো ও দিনেশ রামদিনের উইকেট। এই ২টি মিলিয়ে তার শিকার সংখ্যা ৫। নিয়মিত বিরতিতে উইকেট হারানো সফরকারীরা এক পর্যায়ে ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে। ওয়েস্ট ইন্ডিজের পরাজয় যখন সময়ের ব্যাপার তখন দলের হাল ধরেছেন অভিজ্ঞ ড্যারেন স্যামি। ৪৩ রানে অপরাজিত থেকে ২ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবেক এই অধিনায়ক। আর জয়ের বন্দরে পৌঁছাতে সফরকারীদের মাত্র ২৭ ওভার ব্যাটিং করতে হয়েছে।

ম্যাকক্লেনাগান ৫টি ও মিলস ২টি উইকেট লাভ করেছেন। ২৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১৫৬ (ব্রেন্ডন ম্যাককুলাম ৫১, নাথান ম্যাককুলাম ৪৭; ব্রাভো ৪৪/৪, রামপাল ২৭/২)

ওয়েস্ট ইন্ডিজ:১৫৭/৮ (শিমনস ৩৪, স্যামি ৪৩*; ম্যাকক্লেনাগান ৫৮/৫)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর