thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘বন্ধ হয়ে যাচ্ছে ৩৬ হাজার পোল্ট্রি খামার’

২০১৩ ডিসেম্বর ২৬ ১৪:১৯:২৭
‘বন্ধ হয়ে যাচ্ছে ৩৬ হাজার পোল্ট্রি খামার’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে প্রায় ৩৬ হাজার পোল্ট্রি খামার বন্ধ হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন পোল্ট্রি খামারিরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার পোল্ট্রি সমন্বয়ক কমিটির আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

পোল্ট্রি সমন্বয়ক কমিটির আহবায়ক মসিউর রহমান বলেন, খামারে মুরগির স্তূপ থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বাজারে মুরগি পাঠানো সম্ভব হচ্ছে না। যার কারণে সারা দেশে প্রায় ৩৬ হাজার খামার বন্ধ হয়ে যাচ্ছে।

ব্রিডাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সাইদুর রহমান বাবু বলেন, ইচ্ছা করলেই একদিন শিল্পকারখানা বন্ধ করে রাখা যায়। কিন্তু মুরগির ডিম পাড়া বন্ধ করে রাখা যায় না। আর এই ডিমগুলোর এখন বাজারজাত করা যাচ্ছে না। এই ভাবে চলতে থাকলে দেশের সকল খামার বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, প্রতিদিন প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। হরতালের ফলে ১৮-২০ হাজার টাকার ট্রাক ভাড়া ১ লাখ ২০ হাজার টাকায় উঠেছে।

তিনি এ সময় খামারিদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারি এবং বেসরকারি ব্যাংকের পরবর্তী ছয় মাসের সুদ মওকুফ করার দাবিও জানান।

তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, পারলে আজই পোল্ট্রি সেক্টরের ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। পাশাপাশি বার্ড-ফ্লু’র ভ্যাকসিন সারাদেশে ব্যবহারের অনুমতি দিতেও সরকারকে অনুরোধ করেন তিনি।

এছাড়াও তিনি, পোল্ট্রি খামারের বন্দর শুল্ক মওকুফ করার অনুরোধ জানান।

(দ্য রির্পোট/এমএম/এআইএম/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর