thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিশরে যাত্রীবাহী বাসে বোমা, নিহত ১

২০১৩ ডিসেম্বর ২৬ ১৫:১৮:০৯
মিশরে যাত্রীবাহী বাসে বোমা, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে একটি যাত্রীবাহী বাসের কাছে বোমা হামলায় একজন নিহত ও চারজনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ব্যস্ত রাস্তায় বৃহস্পতিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, বোমাটি একটি ফুটপাতে রাখা ছিল। বাসটি ফুটপাতের পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয় বলে ওই সূত্র জানিয়েছে।

মিশরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার মাত্র একদিন পর এ হামলার ঘটনা ঘটলো।

চলতি সপ্তাহে পুলিশ সদর দফতরে হামলা চালানোর অভিযোগ তুলে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে দেশটির অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি মিশরে প্রায়ই বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ জন্য ইসলামপন্থী সংগঠনগুলোকে দায়ী করছে। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর