thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

‘সরকার টার্গেট কিলিং করছে’

২০১৩ ডিসেম্বর ২৬ ১৬:০০:৫৪
‘সরকার টার্গেট কিলিং করছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, পুলিশের পোশাক, জিন্সের প্যান্ট, স্যান্ডেল পরিয়ে সরকার টার্গেট কিলিং পরিচালনা করছে। অথচ সরকারের নিয়ন্ত্রণে থাকা মিডিয়া এ সকল ঘটনা এড়িয়ে যাচ্ছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ বিরোধী মতের অসংখ্য গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছে সরকার। অথচ সরকারের রোষানলের ভয়ে সত্য ঘটনা মিডিয়া আড়াল করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুব হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীরা নির্বিচারে মানুষ হত্যা করছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মানুষ ধরে নিয়ে হত্যা করে অস্বীকার করছে। থানায় মামলা নিচ্ছে না, আদালতে বিচার পাওয়া যাচ্ছে না। প্রতিবাদের সব রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে।

তফসিল ঘোষণার পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে মাহবুব হোসেন নির্বাচন কমিশনকে একদলীয় নির্বাচনের পথ থেকে সরে আসার আহ্বান জানান।

বিভিন্ন পেশাজীকবী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, সুপ্রিমকোর্ট বারের সভাপতি এ জে মো. আলী, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর