thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

দারিদ্র বিমোচন

ইইউ’র সঙ্গে ৩২৭ কোটি টাকার অনুদান চুক্তি

২০১৩ ডিসেম্বর ২৬ ১৬:০৭:২৯
ইইউ’র সঙ্গে ৩২৭ কোটি টাকার অনুদান চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের দারিদ্র্য বিমোচনে ৩২৭ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রভার্টি রিডাকশন এন্ড সাসটেইনেবল মার্কেটস (পিআরআইএসএম) শীর্ষক প্রকল্পের অধীনে এ অনুদান সহায়তা দিচ্ছে সংস্থাটি।

রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সচিবের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ ও ইইউয়ের পক্ষে ডার্ক মেগানাক এতে স্বাক্ষর করেন।

টেকসই বাজার ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য নিরসন নামের প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩২ কোটি ৪৯ মিলিয়ন ইউরো। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৩২ কোটি টাকা)। বাকি ২ দশমিক ৪৯ মিলিয়ন ইউরো দেবে বাংলাদেশ সরকার।

এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ) ঘটানো।

(দ্য রিপোর্ট/জেজে/এইচএসএম/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর