thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দীর্ঘদিন পর পাকিস্তান টেস্ট দলে তালহা

২০১৩ ডিসেম্বর ২৬ ১৬:১৬:৫৯
দীর্ঘদিন পর পাকিস্তান টেস্ট দলে তালহা

দ্য রিপোর্ট ডেস্ক : ৪ বছরেরও বেশি সময় পর পাকিস্তান দলে আবারও অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ তালহা। ২০০৯ সালে লঙ্কানদের বিপক্ষে দেশের হয়ে একমাত্র টেস্ট খেলার পরই দলের বাইরে চলে গেছেন এই ফাস্ট বোলার। তার সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার উমর গুল।

তালহা ও গুল ফিরলেও দল থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট খেলা ৩ ক্রিকেটার। তারা হলেন ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান, ব্যাটসম্যান উমর আমিন ও স্পিনার জুলকারনাইন বাবর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে জায়গা না পেলেও খেলবেন মোহাম্মদ হাফিজ। ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ৩ সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

২০০৯ সালে লাহোরে অভিষেক হওয়ার পর দেখা যায়নি তালহাকে। সম্প্রতি ঘরোয়া প্রেসিডেন্ট ট্রফিতে দারুণ পারফর্ম করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন তিনি। ওই টুর্নামেন্টে ১১ উইকেট নেয়ার পুরস্কার হিসেবে ফের দলে ডাক পেয়েছেন এই পেসার। ৩১ ডিসেম্বর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ২ দল।

টেস্ট দল: মিসাবহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, খুররম মানজুর, শান মাসুদ, আজহার আলী, আসাফ শফিক, ইউনিস খান, আদনান আকমল, জুনায়েদ খান, সাঈদ আজমল, আব্দুর রেহমান, উমর গুল, রাহাত আলী ও মোহাম্মদ তালহা।

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর