thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের আদেশ রবিবার

২০১৩ ডিসেম্বর ২৬ ১৬:২৭:২৮
বিএনপির পাঁচ নেতার জামিন আবেদনের আদেশ রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : মতিঝিল ও পল্টন দায়ের করা দুই মামলায় বিএনপির শীর্ষ পাঁচ নেতার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী রবিবার শুনানির আদেশ দেওয়া হবে। বিএনপির ওই পাঁচ নেতা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, আবদুল আওয়াল মিন্টু এবং শিমুল বিশ্বাস।

হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি মোঃ নিজামুল হক এবং বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আসামি পক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতে শুনানিতে অংশ নেন।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এস/জেএম/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর