thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

`বেগম জিয়া জাতির সঙ্গে মুনাফেকি করেছেন’

২০১৩ অক্টোবর ২৭ ১৩:০২:৪২
`বেগম জিয়া জাতির সঙ্গে মুনাফেকি করেছেন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পরও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল প্রত্যাহার না করে পুরো জাতির সঙ্গে মুনাফেকি করেছেন।’ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘জাতি প্রত্যাশা করেছিল প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর খালেদা জিয়া হরতাল প্রত্যাহার করবেন। কিন্তু তার কথা ও কাজের সঙ্গে কোন মিল নেই। তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। তার এ মুনাফেকি আচরণের জন্য আমরা ধিক্কার জানাই।’

তিনি বলেন, ‘নৈরাজ্য করে দেশের চলমান সংকট সমাধান হবে না। সংকটের সমাধান চাইলে প্রধানমন্ত্রীর আহবানে আলোচনায় আসুন। মানুষ এ হরতাল-নৈরাজ্য দেখতে চায় না।’

আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনায় ছাড় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। এখন বিরোধীদল যদি আলোচনায় আসেন তাহলে চলমান সংকটের সমাধান হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/রিজভী/এমএআর/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর